You are currently viewing স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালন

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালন

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ ১৭ আগস্ট ২০২৩, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সন্তোষ কুমার ঢালী এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর নির্বাহী পরিচালক (অপারেশন্স) প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের
সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।

বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নাসের ইকবাল যাদু, উদযাপন কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া পিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী আলতাফ হোসেন, ডা. মাযহারুল মান্নান, কার্যনির্বাহী পরিষদ সদস্য এ টি এম মমতাজুল করিম, রীতা জেসমিন, সম্মানিত কাউন্সিলর মাজেদা শওকত, রুহুল ইসলাম টিপু, আফজালুর রহমান, মোঃ সেলিম, মাহমুদ খান বীজু, নাজনীন কবির চৌধুরী, আছিয়া বেগম, দীপা আহমেদ, বাশিকপ পরিচালক ইয়াসমিন আরা ডলি প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নুসরাত আলম নোভা, সুনিপুণ বড়ুয়া, সমৃদ্ধি তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন কুটু।