“শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ “

এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর প্রথম দিনে শিশু সমাবেশ ও র‍্যালির মাধ্যমে মাস ব্যাপী অনুস্ঠানমালার উদ্ভোধন করে “বাংলাদেশ শিশু কল্যান পরিষদ”।

একই দিনে লায়ন্স ক্লাব অব ঢাকার সৌজন্যে দিনব্যাপী ফ্রী আই ক্যাম্প, প্রতিবন্ধী শিশুদের পুষ্টি সহায়তা, শিশুদের বিনোদনের খেলনা সামগ্রী এবং হাসপাতাল অফিস আসবাবপত্র প্রদান করেন গভর্নর”লায়ন্স ক্লাব অব ঢাকা”